ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩

পুকুর খনন বন্ধের প্রতিবাদে ভেকুতে আগুন

মোঃ শরিফুল ইসলাম
মে ২৪, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ শরিফুল ইসলাম, লালপুর নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে আশরাফ আলী টোনা ও তার সমর্থকদের বিরুদ্ধে পুকুর খনন চলাকালীন সময়ে আগুন দিয়ে ভেকু মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২২ মে) এঘটনায় লালপুর থানায় ১২ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন ভেকুর উজ্জ্বল আহমেদ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নবীনগর গ্রামে ০.৪৯ শতাংশ জমি লীজ নিয়ে জলাশয় পুকুরে মাছ চাষ করার জন্য গত ১৯ মে বাদশার এক্সকেভেটর (ভেকু) মেশিন ভাড়া নিয়ে পুকুর সংস্কারের কাজ শুরু করে। পরে ২০ মে দুপুরে লীজ কৃত জমিতে ভেকু মেশিন নামালে অভিযুক্ত ৪/৫ এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত ২২ মে ভোরে লোহার রড, হাসুয়া নিয়ে হামলা করে। পরে ভেকুতে প্রেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নাংলা মৌজার শিবনগর এলাকার একটি জমিতে গত তিন বছর আগে একটি পুকুর খনন করায় ওই এলাকার প্রায় ৫০০ হেক্টর জমি জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে ক্ষতির মধ্যে পড়েছে এলাকার কৃষকরা। এনিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছিল জমির মালিকদের মধ্যে। গত কয়েক মাস আগে একই এলাকায় আরেকটি পুকুর খননের চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে তা বন্ধ হয়ে যায়।
এবিষয়ে আশরাফ আলী টোনা বলেন, অবৈধ ভাবে এরা পুকুর খনন করছিল। এতে তিন ফসলি জমি জলমগ্ন হওয়ার আশঙ্কায় গ্রামবাসী অবৈধ পুকুর খননে বাধা দেয়। পরে পুকুর খনন বন্ধ না করায় উত্তেজিত হয়ে ভেকুতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান মামলা এখনো রেকর্ড করা হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে