ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩

খানসামায় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় মুদি দোকান ঘর পেয়ে খুশি প্রতিবন্ধী পরিবার

উজ্জ্বল রায়
মে ২৪, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ

স্বপ্ন বিতরনের উদ্দ্যোগে এইড অ্যাপিল অষ্ট্রেলিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ২ লাখ টাকা ব্যায়ে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় মুদি দোকানের মালামাল সহ একটি পাকা দোকান ঘর পেয়ে খুব খুশি খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামের (উপজেলার প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন) প্রতিবন্ধী জাহানুর ইসলামের পরিবার।

গত মঙ্গলবার(২৩/০৫/২৩) আনুষ্ঠানিক ভাবে অত্র স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জাহানুর ভ্যারাইটি স্টোর মুদি দোকানটি শুভ উদ্বোধন করে দোকানের মালামাল কিনে শুভ সূচনা করে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এসিল্যান্ড মারুফ হাসান,উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির,এইড অ্যাপিল অষ্ট্রেলিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান ও আব্দুল জব্বার প্রমুখ।

মুদি দোকান পেয়ে প্রতিবন্ধী জাহানুর ইসলাম জানান,আমি খুব খুশি হয়েছি। যারা আমাকে দোকান করে দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক। অত্র সংগঠনের পরিচালক সায়ীদ আবদুল্লাহ বলেন,এইড অ্যাপিল অষ্ট্রেলিয়া একটি অরাজনৈতিক স্বেচ্চাসেবী সংগঠন।আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী পরিবার স্বাবলম্বী হোক।স্বাবলম্বী হয়ে নিজেকে আর্তনির্ভর হিসেবে গড়ে তোলাই আমাদের একমাত্র কাজ।এইড অ্যাপিল অষ্ট্রেলিয়া সারা বাংলাদেশে স্বপ্ন বিতরনে কাজ করে যাচ্ছে।বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের নিয়ে।আমাদের এরকম কার্যক্রম অব্যাহত রয়েছে।