ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩

ঠাকুরগাঁওয়ের সোহেলকে বাঁচাতে সহযোগিতা চায় তাঁর পরিবার

মোঃ আরিফ রায়হান
মে ২৪, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ আরিফ রায়হান-বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।

ফুটপাতে পুরাতন কাপড় বিক্রি করতেন সোহেল রানা। করোনাকালে ব্যবসা বন্ধ হয়ে গেলে শুরু করে ব্যাটারিচালিত ইজিবাইক চালানো। এরপরে গেল বছরে স্ট্রোক করলে অচল হয়ে যায় তাঁর এক হাত ও এক পা।

স্ত্রী শারীরিক প্রতিবন্ধী সেলাই মেশিন চালিয়ে কোনমতে চিকিৎসা করিয়ে স্বামীকে সুস্থ করতে না করতেই এবার কিডনি রোগে আক্রান্ত তিনি।এখন টাকার অভাবে চলছে না সংসার, থমকে গেছে সোহেল রানার চিকিৎসা। করাতে পারছেন না ডাক্তারের দেওয়া পরীক্ষা নিরীক্ষাও। গল্পটা ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার হ্যাডসের মোড় এলাকার সোহেল রানার। তাঁর শারীরিক প্রতিবন্ধী স্ত্রী দুই সন্তান ও স্বামীকে নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে। স্বামীর চিকিৎসা ও সংসারে বাঁচাতে চাইছেন সবার নিকট সহযোগিতা।

সহযোগিতা করতে পারেন সোহেল রানার স্ত্রীর এই নম্বরে- 01723764227(বিকাশ পারসোনাল)।