
স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুতের ৩৩কেভি হাই ভোলটেজ লাইনের তারে জড়িয়ে সোহেল শেখ (৩৫)নামের এক শ্রমিকের শরীর ঝলশে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আহত সোহেল কে প্রথমে লোহাগড়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা আদর্শ পাড়ার মুনছুর শেখের ছেলে সোহেল শেখ বুধবার (২৪মে) বিকাল ৩টার দিকে প্রতিবেশী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আতিয়ার রহমানের ভবনের ছাদে পরিস্কার পরিচ্ছতার কাজ করতে যায়। এ সময় সে অসাবধানতা বশতঃ হাত উচু করলে ভবনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে সোহেলের শরীল পুড়ে ঝলশে যায়। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে লোহাগড়া হাসাপালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে । এ ব্যাপারে লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, খালিদ সাইফুল্লাহ বিলাল বলেন,বিদ্যুতের তারে জড়িয়ে সোহেলের শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে । তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০