ঢাকাবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩

বরগুনার স্বনামধন্য পাথরঘাটা ডিগ্রী কলেজে নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

মোহাম্মদ মেজবাহ উদ্দিন
মে ২৫, ২০২৩ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!
                       

বরগুনা জেলা প্রতিনিধি।

দায়িত্ব অর্পণ এবং দায়িত্ব গ্রহণ এর মধ্য দিয়ে
পাথরঘাটা কলেজে প্রায় ৩২ বছর সফলতার সাথে সেবা প্রদান শেষে গত ১৭/৫/২৩ খ্রি. জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন এবং একই দিনে বামনার বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজে দক্ষতার সঙ্গে দীর্ঘ দিন উপাধ্যক্ষ ও অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে অত্র কলেজে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন জনাব মোহাম্মদ মহসীন কবির। গতকাল কলেজ পরিবার তাদের উভয়কে সংবর্ধিত করেন। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পাথরঘাটা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদ বিগত অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা প্রদান করেন এবং নতুন অধ্যক্ষ কে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন। বিদায়ী অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের অভিজ্ঞতা ব্যক্ত করে অশ্রুসিক্ত নয়নে বলেন, এই কলেজে তার অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের উন্নয়নে তার জীবনের আত্মত্যাগ তাকে স্মরণীয় করে রাখবে। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কাজ করার অভিজ্ঞতা অনন্য। তিনি পাথরঘাটা ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাথরঘাটা ডিগ্রী কলেজ উপকূলীয় এলাকার একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠ থেকে অনেক ছাত্র-ছাত্রী আজ দেশের বিভিন্ন কর্মস্থলে যুক্ত থেকে দেশের এবং জাতির সেবায় নিয়োজিত রয়েছে। এটা তার জন্য অনেক গৌরবের। তিনি কলেজের উন্নয়নে ও সার্বিক সহযোগিতার মনোভাব পোষণ করেন।
নবনিযুক্ত অধ্যক্ষ মোঃ মহসিন কবির দায়িত্ব গ্রহণের সময় তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, পাথরঘাটা ডিগ্রী কলেজে যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। তিনি আজকের এই কর্মস্থলে যোগদান উপলক্ষে যে সম্মান ও আনুষ্ঠানিক সম্বর্ধনা পেলেন তা অবর্ণনীয়। তিনি পাথরঘাটা কলেজের পরিচালনা পরিষদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করে তার দায়িত্ব পালন সুন্দর হবে বলে আশা করেন।