
বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার করোনায় আক্রান্ত হওয়ায় এবং ঠাকুরগাও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের রোগমুক্তির জন্য বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি(ভার.) এ্যাড.সৈয়দ আলম,সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবর রহমান,সহ সভাপতি বীব মুক্তিযোদ্ধা এ্যাড.ইউসুফ আলী,সহ সভাপতি আইয়ুব আলী খান,সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান,দপ্তর সম্পাদক মকবুল হোসেন,ঠাকুরগাও জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জ্বল।
এছাড়াও যুবদল, শ্রমিকদল,স্বেচ্ছাসেবকদল,জাসাস,তাঁতীদল,ছাত্রদলসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দোয়ায় অংশগ্রহন করেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ রবিউল আলম।