
মো. মেহেদী হাসান-ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয় । আজ রবিবার বিকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু। বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ফারুক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মন্ডতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হাসিবুল রহমান বাবু, আওয়ামী লীগ নেতা মোঃ আয়নুল হক, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলজার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য গোলাম মোস্তফা প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জহুরুল ইসলাম।