
মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায় বন্যা,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগত অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা হল রুমে সেন্টার টু একসেলেরেট ডেভেলপমেন্ট এন্ড এডভান্স মুভমেন্ট (কদম) এর অর্থায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম, সাইফুল ইসলাম খান মাদানী, শৌলমারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জামান, গোলমুন্ডা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। এসময় সাত জন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১৪ বান্ডিল ঢেউটিন ও নগত অর্থ বিতরণ করা হয়। মুভমেন্ট ফর চেন্স দি কন্ডিশনের বাস্তবায়নে এতে সভাপতিত্ব করেন সাবেক যুগ্মসচিব ও কদমের সভাপতি রফিকুল ইসলাম সরকার । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কদমের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।