ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০২৩

কালিয়াকৈরে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

মো. ইলিয়াস চৌধুরী
জুন ১, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে আন্তঃজেলা অজ্ঞান ও মলমপার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে নদগটাকা ও মোবাইলফোনসহ চেতনা নাশক মলম তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার শহর আলী (৪৩), নোয়াখালীর সেনবাগ থানার নুরুল ইসলাম (৪৫), জামালপুরের সরিষা বাড়ি থানার মুকুল মিয়া (৪২), নারায়ণগঞ্জের মানসুরা আক্তার জিমি (৩০)। তারা উপজেলার বিভিন্ন এলাকায় ভাড়া থেকে অপকর্ম করতেন। এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একই অপরাধসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বিভিন্ন সময়ে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের ও নিরীহ মানুষকে অচেতন করে অজ্ঞান ও মলম পার্টির লোকজন টাকা পয়সা ছিনিয়ে নেয়। এবং চন্দ্রা এলাকায় ফ্লাইওভারের নিচে অজ্ঞান পার্টির ৪ সদস্য মিলে বিভিন্ন ঔষুধ, হালুয়া, ইঞ্জেকশনসহ বিভিন্ন সরঞ্জাম প্রক্রিয়া করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমির হোসেন প্রেস ব্রিফিং করেন। পরে গ্রেফতারকৃত আসামিদেরকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, আজিজুর রহমান আজিজ (মাইটিভি), সাংবাদিক ইলিয়াস চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, আন্তঃজেলার অজ্ঞান পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।