ঢাকামঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২

কিশোরগঞ্জে ওপেন হাউজ ডে পালন

সাহেব আলী,
ডিসেম্বর ১৩, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!
   
                       

সাহেব আলী, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় কিশোরগঞ্জ থানা চত্তরে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়’র সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরীফ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোস্তফিজুর রহমান পিপিএম নীলফামারী, গেস্ট অব অনার মাননীয় সংসদ সদস্য নীলফামারী ৪ জনাব আহসান আদেলুর রহমান আদেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল)জনাব সারোআর আলম, উপজেলা নির্বাহী অফিসার জনাব নূর-ই- আলম সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি জনাব জাকির হোসেন বাবুল, সংসদ সদস‍্য’র প্রতিনিধি জনাব রেজাউল আলম স্বপন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম‍্যান, জনাব রশিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক বৃন্দ, উপজেলা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম‍্যানগণ, সংরক্ষিত ও সাধারণ সদস‍্যগণ সহ গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।