ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২

নওগাঁয় ইমদাদুল মন্ডলের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২ টি গরু চুরি

উজ্জ্বল কুমার সরকার
ডিসেম্বর ১৪, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ

নওগাঁর মান্দায় কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে দুইটি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার দিবাগত রাতে প্রসাদপুর ইউপির দ্বারিয়াপুর “মন্ডল পাড়া” গ্রামে। ভুক্তভোগী কৃষক মন্ডল পাড়া গ্রাম এর আনিছার মন্ডল এর ছেলে ইমদাদুল মন্ডল।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় গরু গুলো গোয়াল ঘরে তুলে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়েন। সকাল এ গরু বের করার জন্য গোয়াল ঘরে গিয়ে দেখেন ঘরের তালা ভাঙা। তার ২ টি গরু গোয়ালে নেই। গোয়াল এর সব গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।এলাকা বাসী বলছে গত বছর চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন এর উদ্যোগে পাড়ায় পাড়ায় রাত জেগে পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় এ পাড়াতে চুরির ঘটনা ঘটেনি। এ বছর এখনো কোন পাহারাদার এর ব্যাবস্থা করেনি চেয়ারম্যান। কয়েক দিন আগে মোটগাড়ী গ্রাম এর সাইদুর মেম্বার এর গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়ে গেছে। চুরি বন্ধে অতিদ্রুত পাহারাদার নিয়োগ এর দাবি গ্রামবাসীর। প্রসাদপুর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, গরু চুরি যে ভাবে বেড়েছে তাতে কয়েকটা মাস সকল কে নিজ অবস্থান থেকে সতর্ক থাকার জন্য বলতেছি। এছাড়া মহল্লা গুলোতে পাহারাদার দেওয়ার বিষয়ে আমরা ভাবছি। ইতি মধ্যে বিষয় টি নিয়ে আমরা আলোচনা করেছি। মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, চুরির ঘটনা টি শুনেছি । এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।