ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২

দুর্গম পাহাড়ে প্রান্তিক মানুষের মাঝে ৪০ বিজিবির মানবিক সহায়তা প্রদান

মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
ডিসেম্বর ৪, ২০২২ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পাহাড়ে শান্তি, সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডও করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরি ধারাবাহিকতায় পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যোগে গোকুলমনিপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক গরীব ও দুঃস্থ জনসাধারণের মাঝে পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় গোকুলমনিপাড়া বিজিবি ক্যাম্পে পাহাড়ি, বঙ্গালী প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ পিএসসি, ইন্জিনিয়ার্স।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আশিকুর রহমান, এএমসি, গোকুলমনিপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ।