
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাহিম আহমেদ খান রাতুল।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।
ইতোপূর্বে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রলীগের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেছেন, পাশাপাশি হাজারীবাগ থানা ছাত্রলীগেও তিনি নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
তার নানা আবুল হাসেম রেশুমিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি প্রবীন আওয়ামীলীগ নেতা, যার বিচরণ ছিল সৈয়দ নজরুল ইসলামের সাথে।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ। বাংলাদেশ ছাত্রলীগকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।’