ঢাকাশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল।

সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!
                       

 

সাইমন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের আমতলী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুর, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস সহ জেলা, উপজেলা, পৌর শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন তার বক্তব্যে বলেন, ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার বাড়ি থেকে গভীর রাতে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। অবিলম্বে তাদের ছেড়ে না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।

এদিকে দুপুরে জেলা বিএনপির কার্যালয় ঘিরে প্রচুর পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।