ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২

নাটোরের সিংড়ায় স্ত্রীর দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান।

বেল্লাল হোসেন বাবু, রাজশাহী বিভাগীয় প্রধান :
ডিসেম্বর ১১, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!
                       

 

বেল্লাল হোসেন বাবু,
রাজশাহী বিভাগীয় প্রধান :

নাটোর সিংড়া উপজেলার ০৮ নং শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামের অলিউল বাবুর সাথে পরিচয়ের সুত্র ধরে মুসলিম আইনে বিবাহ হলেও পারিবারিক ভাবে মর্যাদা না পাওয়ায় গত শুক্রবার থেকে অবস্থান নিয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাজিয়া সুলতানা নামে এক নারী। তার সাথে পরিচয় হয় ২০২০ সালে বগুড়া মেডিকেল তার পর তার একে অপরকে ভালোবেসে বিবাহ করে প্রায় ৩ বছর সংসার করে অলিউল ঔষধ কোম্পানিতে চাকরি করে কিছুদিন আগে রাজশাহী পোস্ট হয় সেখানে একটি বাসা ভাড়া নিয়ে সংসার করতো হঠাৎ কিছু হলে স্বামী অলিউল যোগাযোগ বন্ধ করে দেয়। এতে স্ত্রী তার গ্রামের বাড়ি এসে অবস্থান নেয় কিন্তু শাশুড়ী ঘরবাড়িতে তালা লাগিয়ে অন্য কথাও চলে গেছে।

এসময় সে জানায়, ৩ লাখ টাকায় দেনমোহরে বিয়ে হয়। তিন বছর সংসার করার পর স্বামী এখন পলাতক।