ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২

তিন হাজার মুরগি ও খামার পুরে নিমেষেই শেষ রাজশাহী পুঠিয়ায়

Link Copied!
                       

 

রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু)

গতকাল (১০/১২/২০২২) সন্ধ্যার দিকে পুঠিয়া শিবপুর রঘুরামপুর গ্রামে,মোঃ মাজহারুল ইসলাম ছনি (৩০) মুরগির খামারে এই আগুনের ঘটনাটি ঘটে,

স্থানীয় সূত্রে জানা যায়, ওই খামারটি আগুন লাগার পরে খামারের আশেপাশের বাড়ির লোক ছুটে আসে এসে আগুন নেভানোর চেষ্টা করে, পরের (৯৯৯) ফোন দেই,পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ৩,০০০ মুরগি সহ পুরো খামার পুরে নিঃশেষ হয়ে যায়।

খামার মালিকের বাড়ি একটু দূরে হওয়ায় ওই এলাকার লোক খামার মালিক কে ফোন দেয়, তিনি এসে দেখেন তার খামার পুড়ে শেষ কান্নায় ভেঙ্গে পড়েন।

খামার মালিক,মাঝারুল ইসলাম ছনি (৩০) বলেন আমার (১৫) লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে, কিভাবে আগুন লাগলো আমি বলতে পারছিনা, তবে আমার সন্দেহ মনে হয় সেই কারণে আমি পুঠিয়া থানা তে একটি জিডি
করি।