ঢাকাসোমবার , ১২ ডিসেম্বর ২০২২

নওগাঁয় বোর মৌসুমে ১০ হাজার প্রান্তিক কৃষক এর মাঝে ২০ কেজি সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত”!!!!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
ডিসেম্বর ১২, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ থেকেঃ

নওগাঁয় ৯ হাজার ৭শ’ ২০ জন কৃষক (চাষী) পেলেন প্রণোদনার সার ও বীজ। সোমবার ১২ ডিসেম্বর সকাল সারে ১০ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন।”””
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মকিম উদ্দিন দেওয়ানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা( বুদু) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
চলতি বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৭শ’ ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৬ হাজার ২শ’ ৫০ জনের প্রত্যেককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপিও সার আর অন্য চাষীদের ২ কেজি করে হাইব্রীড জাতের ধান বীজ বিতরণ করা হয়।

উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ১৩/১২/২২
নওগাঁ।