
মশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধি।
সড়ক দুর্ঘটনায় রোধকল্পে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে ও ডিমলা থানা পুলিশের উদ্যোগে উপজেলার রাস্তায় রাস্তায় জনসচেতনতামুলক প্রচারণা চালানো হচ্ছে।
একটি দুর্ঘটনা, সারাজীবনের কান্না। দুর্ঘটনা রোধ করি সারাজীবন সুন্দর থাকি। এমন সব নীতি বাক্য ব্যবহার করে থানা পুলিশ অটোবাইকে মাইক নিয়ে জনসাধারণের কর্ণগোচর করে সচেতনতা সৃষ্টি করছেন। বুধবার দুপুরে ডিমলা -ডাঙ্গারহাট রোডে এই চিত্র দেখা গেছে।
মাইকিং-এ আরও বলা হচ্ছিল দুয়ের অধিক যাত্রী মোটরসাইকেলে না উঠি, নিজে হেলমেট পড়ি, অন্যকে হেলমেট পড়তে উৎসাহিত করি। একে অপরের সাথে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালাই। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকি। দুর্ঘটনার ভয়াল কবল থেকে নিজেকে রক্ষা করি। হেলমেট পড়ে পেট্রোল পাম্প হতে পেট্রোল গ্রহণ করি ইত্যাদি উক্তি প্রচার করা হয়েছে।
প্রচারণার বিষয়ে ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, জেলা পুলিশের দিক নির্দেশনায় মোটরসাইকেল দুর্ঘটনা রোধ করতে আমরা সর্বদা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় অটোবাইক ভাড়া করে এলাকায় মাইকিং করা হচ্ছে।