ঢাকাসোমবার , ১৯ ডিসেম্বর ২০২২

নওগাঁর সাংবাদিক আককাসআলী সড়ক দুর্ঘটনায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার লেখা কবিতা”!

নওগাঁ প্রতিনিধিঃ
ডিসেম্বর ১৯, ২০২২ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!
                       

 

নওগাঁ প্রতিনিধিঃ

মৃত্যুর কোলে ঘুরে আসিলাম আবারও ফিরে,
কবি ও সাংবাদিক আক্কাস
“””””””””””””””””””””””””””””””””””””””মৃত্যুর কোল থেকে ঘুরে আসিলাম ফিরে
তোমাদের মাঝে,
তোমরা আমাকে অবহেলা অবজ্ঞা করিওনা রে।
নতুন জীবন পেলাম
ভেসে উঠলাম আল্লাহর দরবারে
কে আমাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর কোলে?
অজানাতেই রয়ে গেল।
রাখে আল্লাহ মারে কে
আল্লাহ যদি তোমার হায়াতে ভরে দেয় জীবন
কেউ তোমাকে মারিতে পারিবে না,
তার প্রমাণ আমি।
মৃত্যুর কোল থেকে ঘুরে আসিলাম ফিরে
আল্লাহর ধ্বনীতে মুখরিত পৃথিবী যে
শত অসহায় মানুষের দোয়া
অভাবী মানুষের কান্নার ফসল
হে আল্লাহ তুমি তা পারোনি দিতে ফেরত
শত মানুষের দোয়ার বরকতে
আসিলাম ফিরে
নতুন পৃথিবীতে
ওগো খোদা দয়াময়
দেখে রেখো আমারে তুমি।
অনেক স্বপ্ন অনেক স্বাদ
রেখেছিনু মনে ধরে
তুমি খোদা কবুল কর দ্রুত গতিতে
আর কষ্ট দিওনা মোরে
আমি যেন তোমার আলোর সন্ধান
আনিতে পারি ফিরে।
চলবে…..
(বিশেষ দ্রষ্টব্য: গত ২৭ নভেম্বর ২০২২ তাই থেকে যাওয়া রাজশাহী থেকে বাইক নিয়ে মহাদেবপুর যাওয়ার পথে মান্দা এলাকায় এক অদক্ষ বাইক চালক পিছন থেকে আমাকে ধাক্কা দেয়। সেখানে আমি জ্ঞান হারিয়েছিলাম। পাশের এক দোকানে উদ্ধার করে রাজশাহীতে নিয়ে আসে। তারপরে একটি প্রাইভেট মেডিকেলে ভর্তি করা হয়। এবং অবশেষে সেখানে না হলে ঢাকাতে কেয়ার হাসপাতাল এ নিয়ে আসা হয়। এবং সেখানে প্রথম অপারেশন সম্পন্ন হলেও পরবর্তী অপারেশন করা হয় ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন)

উজ্জ্বল কুমার সরকার ফোন০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ১৮/১২/২২
নওগাঁ।