
মো: আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
দেশের বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায় হতদরিদ্র, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আসাদুজ্জামান খাঁন কামাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. খুরশিদ হোসেন (বিপিএম)-পিপিএম, অতিরিক্ত আইজিপি, (ডিজি র্যাব), মোতাহার হোসেন সংসদ সদস্য লালমনিরহাট-১, নীলফামারী-১ আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, এ্যাড. মতিয়ার রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট ও চেয়ারম্যান জেলা পরিষদ, কর্ণেল মো: কামরুল ইসলাম পিপিএম, পিএসসি (এডিজি এ্যাপস) র্যাব ফোর্সেস সদর দপ্তর, কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, পিএসসি, সিগস, পরিচালক অপারেশন উইং, র্যাব ফোর্সেস সদর দপ্তর, ঢাকা এছাড়াও উপস্থিত ছিলেন র্যাব সদর, র্যাব-১৩ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের কর্মকর্তাসহ নীলফামারী-লালমনিরহাট জেলা ও উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের রংপুর সদর র্যাব-১৩ এ অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রীর আগমন উপলক্ষে সকল ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত এবং লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার.মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
তারিখ ঃ ২৪/০১/২০২৩
আনোয়ার হোসেন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
মোবাঃ