ঢাকামঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩

কালো পাত্রী

মেহেদী হাসান
জানুয়ারি ৩১, ২০২৩ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!
                       

 

মেহেদী হাসান
তারিখঃ৩১-০১-২০২৩

বরপক্ষ আসলো আমায় দেখতে,
আমি দিলাম সালাম মুসকি হেঁসে।
বরপক্ষ বললো মামুনি নাম কি তোমার কি সে!

আমার নামটি অনামিকা,
বাহ বাহ দারুন তো!
শুনে নিয়ে এলাম এক ট্রে নাসতা নিয়ে।

আরো খেঁতে দিলাম ভাত,মাছ,মাংস দই দিয়ে।
খাওয়া শেষ খাওয়া শেষ!
বর পক্ষের ভাবি বললো,
ওহে কালো কালো।
তুই কি দেখে নিয়ে আসলি রে ঘটক।

রুচি শেষ, রুচি শেষ”
চললাম বাড়ির দিকে।
থাক তুই মেয়ে নিয়ে!
মেয়ের আব্বায় বলে বাপু ওরা কালো মেয়ে নিবে নাকো কিসে?

মেয়ে বলে আব্বা একটু অপেক্ষা করেন”
আমি মাখবো এখন ফেয়ারআন্ড লাভলী, গোল্ড ক্রিম কিনে।