ঢাকাশনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩

নওগাঁর ঐতিহ্যবাহী হিন্দু বাঘা গ্রামীন মেলায় দেখতে এসে সড়ক দুর্ঘটনায় বিজয় নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর!!!

উজ্জ্বল কুমার সরকার
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ঐতিহ্যবাহী হিন্দু বাঘার মেলায় মা এর সঙ্গে মেলা দেখতে যাওয়া হলো না বিজয় এর ! নওগাঁয় মা এর সঙ্গে গ্রামীণ মেলা দেখতে যাওয়ার পথ এ বিজয় সরকার (১৬) নাম এ এক স্কুল ছাত্র এর মৃত্যু হয়েছে । শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর এ নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় মোটর-সাইকেল এর ধাক্কায় ইজি-বাইক উল্টে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্র নওগাঁ পৌর-সভার পুরাতন রেজেস্ট্রি অফিস পাড়ার সুশীল সরকার বাদল এর ছেলে। নিহত বিজয় নওগাঁ সরকারি জিলা স্কুল এর ১০ম শ্রেণির শিক্ষার্থী । নিহত এর স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়,  দুপুর এ বিজয় তার মার সঙ্গে ইজি-বাইকে করে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় ঐতিহ্য-বাহী হিন্দুবাঘা গ্রামীণ মেলা দেখতে যাচ্ছিল।
পথে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহা-সড়ক এর হাট চকগৌরী এলাকায় পৌঁছাতে পেছন থেকে দ্রুত গতির একটি মোটর-সাইকেল তাদের ইজি-বাইক কে ধাক্কা দেয়। এতে ইজি-বাইক উল্টে বিজয়, তার মা বর্ষা রাণী ও ছোট বোন শ্রদ্ধা সরকার আহত হন। স্থানীয়রা তাদে রকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল এ ভর্তি করেন। হাসপাতাল এ নিলে জরুরি বিভাগ এর চিকিৎসক বিজয় কে মৃত বলে ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহত স্কুল ছাত্র এর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।