ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩

শেরপুরের শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

 

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

 

শেরপুরের শ্রীবরদী উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ ও উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
বক্তব্য দেন, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যাক্ষ আলিফ উল্লাহ আহসান,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মো, আব্দুর রউফ মিয়া ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ। শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে পর্যটন এলাকা গড়ে তোলাসহ নানা উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান বক্তারা। সভায় কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।