
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের চাপানীহাট সংলগ্ন বাংলাদেশ আওয়ামী লীগ অফিসের পাশে প্রায় ৭বছর ধরে একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন আসছে ৬৫বছর বয়সী এ মহিলা। দীর্ঘ দিন ধরে থাকলেও কেউ তার নাম পরিচয় জানতে পারেন নাই। বাজারে ব্যবসায়ী,পথচারীদের সাহায্য সহযোগিতায়, মা-হোমিও হল, এর ডাঃমোঃমাহাবুবার রহমান এর তত্ত্বাবধানে আছে।আজ ৯ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) দুপুরে বৃদ্ধ মহিলার সাথে কথা বললে তিনি তার নাম ঠিকানা যাহা বলেছেন তা হুবাহুব তুলে ধরা হলোঃ
নাম-মনোয়ায়া বেগম,স্বামী -মোঃমন্ডল মিয়া,গ্রাম- ডাকসিরি ৯নং ওয়ার্ড, থানা-বীরগঞ্জ,জেলা-দিনাজপুর।তার দুই ছেলে মেয়ে আছে।ছেলের নাম-বাবু,মেয়ের নাম-ফাতেমা বেগম।কোন স্বহৃয়বান ব্যক্তি তাকে চিনে থাকেন,তার পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করুন।
প্রয়োজনে যোগাযোগ করুন
মা-হোমিও হল
চাপানীহাট,ডিমলা, নীলফামারী।
মোবাইল নং–01717-407080, 01783-201990.