ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩

জলঢাকায় দুইদিন ব্যাপী পাঠদান বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।

মশিয়ার রহমান, নীলফামারী।
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

মশিয়ার রহমান, নীলফামারী।

নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরী ও শ্রেনীকক্ষে তৈরীকৃত কন্টেন্ট ব্যবহার করে শ্রেনী পাঠদান পরিচালনা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট পঙ্কজ ঘোষ। এসময় তিনি বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নতুন কারিকুলাম চালু করেছে। এক্ষেত্রে শিক্ষকগনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এজন্য তিনি শিক্ষকদের আধুনিক পদ্ধতি ব্যবহার করে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ ফিরোজ কবির ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার প্রমুখ। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণে ৬০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করছে।