ঢাকাবৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩

খুুলনার দাকোপে ইউএনডিপির অর্থয়ানে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি মাথিন্ডে

স্বপন কুমার রায় খুলনা জেলাপ্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!
                       

 

স্বপন কুমার রায় খুলনা জেলাপ্রতিনিধি

দাকোপে ইউএন ডিপির অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষমাত্রার (এসডিজি) দুত মাথিন্ড

গতকাল ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার ঢাকা থেকে বাংলাদেশ নৌবাহিনীর হেলিকপ্টার করে উপজেলার সুতার খালী ইউসিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি রানি মাথিন্ডা। ইউএনিপির অর্থায়নে লজিক প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ চত্তরে নির্মিত ওয়াটার প্ল্যান্ট পরিদর্শন করেন।এরপর তিনি পরিষদ মিলনয়াতনে উপকার ভোগীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যান্ডার হাসেল্ট, রানীর বিশেষ উপদেষ্টা জিন-লুই সিস্ক, রানির রাষ্ট্রদূত সচিব ম্যাকটেল্ড ফস্টিয়ার, নয়া দিল্লির বেলজিয়াম দূতাবাসের প্রথম সচিব পলা পুপে, প্রধান পরিদর্শক কার্ট টলেনারে, ডেপুটি চিফ অব প্রটোকল মোহাম্মদ সাইফুল আজম, নিরাপত্তা বাহিনীর পরিচালক উইং কমান্ডার মির্জা মোস্তফা জামান, সহকারী পরিচালক নিরাপত্তা বাহিনী লেফটেন্যান্ট অনুভা চৌধুরী।