ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩

গাংনীর জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়ােজন

গাংনী উপজেলা প্রতিিনিধি : আবু জুবায়ের
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!
                       

 

গাংনী উপজেলা প্রতিিনিধি :
আবু জুবায়ের

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ,একাডেমিক ভবনের উদ্বােধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকালের দিকে অনুষ্ঠিত এ আয়ােজনে সভাপতিত্ব করেন ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার,জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাসার।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইকবাল হােসেন এর সঞ্চালনায়-অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা রাহিবুল ইসলাম,সমাজ সেবক হাজী মহাম্মদ গােলাম কাউছার,সমাজ সেবক শরিফ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

 

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথির ফুল ছিটিয়ে অভিবাদন জানায়।
পরে জাতীয় সঙ্গীতের তালে-তালে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা জাতীয় পতাকা উত্তােলনের মাধ্যমে আয়ােজনের শুভ সূচনা করেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনােমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় ভাষা দিবস ভিত্তিক ডিসপ্লে দেখে অতিথিরাসহ বিদ্যালয় মাঠের পাশে উপভােগ করা হাজার দর্শকরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কলাকুশলীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বােধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
এসময় অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মধ্যে ভাগে আলােচনা সভা ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।