
✍️মোঃমিনহাজুল ইসলাম শামীম
অহম বা অহংকার মানুষের সহজাত বিষয়। জন্ম নেওয়ার পর থেকে মানুষ অনেক জিনিস আয়ত্ত করে কিন্তু কিছু জিনিস আয়ত্ত করতে না চাইলেও মানুষের মধ্যে বাসা বাঁধে। তেমনি একটি হচ্ছে অহম বা অহংকার।
অহংকার সম্পর্ক বিনষ্টের এক ঘুণপোকা।
যেকোনো সম্পর্ক তৈরি বা ধরে রাখা ক্ষেত্রে অহংকার মুক্ত থাকাটা জরুরি।
অহংকার বিভিন্নভাবে মানুষের মধ্যে জন্ম নিতে পারে। যেমন বংশগত, অতিরিক্ত সফলতা, বা দুষ্ট লোকদের সহচরে।
অনেক মানুষ আছে যারা নিজেকে অহংকার মুক্ত দাবি করে কিন্তু তারা নিজেরাও বুঝতে পারে না যে তাদের মধ্য অহংকার বাসা বেধেছে।
দুজন মানুষ পাশাপাশি জীবন শুরু করে।জীবন নামক ঘোর প্রতিযোগিতা থেকে কেউ ছিঁটকে পড়ে আবার কেউ উন্নতির পথে হাঁটতে থাকে।
সময় এবং জীবনের স্বার্থে নতুন মানুষ নতুন বন্ধু জীবনে যোগ হয়। জীবনের প্রতিযোগিতায় ছিটকে পড়া বন্ধুটা হয়তো একসময় আর কোন কাজে লাগে না।
কাজে লাগে না বিধায় তার সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে না। এভাবেই অহমবোধ প্রথমে সম্পর্কের মাঝে ঘুনপোকা হয়ে বিচ্ছেদ শুরু করে।
ঘুনপোকার আরেক নাম অতিরিক্ত গুরুত্ব দেওয়া।
কোন মানুষ একা যেমন হাসতে পারে না। তাই জীবন নামক ট্রেনে কোন বিশেষ মানুষকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করে জীবনের ঘটে যাওয়া প্রতিটি অনুভূতি তার সাথে শেয়ার করতে চাই। বিপদে পরামর্শ আশা করে। শুরু হয় ঘনঘন যোগাযোগ মানুষের জীবনে একজন মানুষের গুরুত্ব সবসময় একরকম থাকে না।
একটা সময় গুরুত্ব ও যোগাযোগ কমে যায় ঘুণপোকা সম্পর্কটাকে নষ্ট করে দেয়।
দূরত্ব বেড়ে গেলে হয়তো দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব বাড়ানো সম্ভব হয় না।
একজন মানুষকে আপনি সবসময় গুরুত্ব দিয়ে আসছেন। ব্যস্ত সময় নামক শব্দটির অজুহাতে গুরুত্বপূর্ণ খাতা থেকে তার নামটি কেটে যায়। ঘুনপোকার আরেক নাম অতীতকে ভুলে যাওযা। সফল মানুষের জীবনী পড়লে দেখা যায় তারা খুব সাধারণ অবস্থা থেকে জীবন শুরু করেছে প্রতিটি সফল মানুষ সফলতার গল্পের পিছনে থাকে শত শত মানুষের সহযোগিতা। সফলতার চূড়ায় উঠে তারা ভুলে যায় দুঃসময়ে তাদের পাশে থাকা মানুষগুলোকে।
সফলতা পেলে দুঃসময়ের কথা ভুলে যাওয়া মানুষের একটা সহজাত প্রবৃত্তি।
কবি ইমতিয়াজ একটা কথা বলেছেন যে,
তোমাকে সময় দিলো, সে তোমাকে জীবনের একটা অংশ দিল। তাই জীবনের অংশ দেওয়া সহজ বিষয় নয়। সফলতা পেয়ে দুঃসময়ের মানুষগুলোকে ভুলে যাওয়া কখনো প্রকৃত মানুষের গুনাবলী হতে পারে না।
টাকা চেয়ে সম্পর্কের দাম অনেক বেশি। শিক্ষিত, ধনী, সফলতা, বংশমর্যাদা, সুন্দর শরীর ঘুণপোকা হয়ে আমাদের সম্পর্ক গুলোকে নষ্ট করে দিচ্ছে।