ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩

খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী আর্য্যহরিসভা মন্দিরে ৭ দিনব্যাপী নাম যজ্ঞের আজ ৭ ম দিন

স্বপন কুমার রায় খুলনা জেলাপ্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৬:২৪ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

স্বপন কুমার রায় খুলনা জেলাপ্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া খুটাখালী আর্য হরিসভা মন্দিরে ৭ দিনব্যাপী মহা নাম যজ্ঞের ৭ম দিনে দুপুর ২.৩০মিনিটের দিকে মন্দির পরিদর্শন করেন মন্যবর অতিথি খুলনাস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগর মহোদয়।
পরিদর্শনকালে তিনি যজ্ঞভূমির বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং কীর্তনিয়া ভক্তদের সাথে প্রণাম বিনিময় করেন।
বিকাল পাঁচটার দিকে বাংলাদেশ সরকারের মাননীয় হুইপ শ্রী পঞ্চনন বিশ্বাস এমপি আর্য্যহরিসভায় মহাসংকির্তন অঙ্গন পরিদর্শন ও হরিনাম শ্রবন করেন। এসময় তিনি প্রয়ত খোকন সাহার নামকরণে তার পুত্র সজলসাহার অর্থায়নে নির্মিত খোকন সাহা ভবন উদ্ধোধন করেন
মদির কমিটির মহাপরিচালক সরোজিৎ রায়ের নেতৃত্বে মান্যবর সহকারী হাই কমিশনার কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও পবিত্র ধর্ম গ্রন্থ প্রদান করা হয়। এসময় উপস্হিতসাবেক সংসদ সদস্য, খুলনাজেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল, ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন,সাধারন সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়এবিএম রুহুল আমীন,,উপজেলা আর্য্যহরিসভার সহসভাপতি চেয়ারম্যান মানস রায়,চালনা পৌরমেয়র সনত কুমার বিশ্বাস,দেবপ্রসাদ গাইন দেবাশীষ মন্ডল, লাউডোব সেচ্ছাসেবকলীগের সভাপতি জয়ন্ত কুমার রায়ও সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল, সহ আর্য্য হরিসভার আয়োজক কমিটর নেতৃবৃন্দ।