
মিলন হোসেন, বিনোদন প্রতিবেদকঃ
প্রযোজনা প্রতিষ্ঠান” পাম্মি মাল্টিমিডিয়ার” অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানার থেকে প্রকাশ হচ্ছে বেকারত্ব নিয়ে ভিন্ন ধারার একটি গান। গানটিতে কন্ঠ দিয়েছে বর্তমান সময়ের সংগীতঙ্গনে নতুনদের আইডল কার্জন রয় ও সাব্বির হোসেন, গানটির কথা মালা সাজিয়েছেন শেখ মনির ও সাব্বির। গানটির খুব সুন্দর একটি ভিডিও ধারন করা হয়েছে৷ গানটি প্রযোজনা করেছেন, পাম্মি মাল্টিমিডিয়ার কর্ণধার জনাব এম ডি শাহজাহান মিয়া পাবলু,আর সংগীত আয়োজনে ছিলেন জলিল মাহমুদ। খুব সুন্দর চিত্রায়ণ করেছেন রুমান আজাদ, আর পোস্টার থাম্বনেইল ডিজাইনে ছিলেন এম এ অনিক।গানে ডিরেকশন দিয়েছেন আরিয়ান মনির।
গানটির বিষয়ে কার্জন রয় বলেন, আমাদের নতুন গান যার টাইটেল হচ্ছে সার্টিফিটেক, মুলত বেকার জীবন সংগ্রাম ও সামাজিক অসংগতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আমরা আশাবাদী গানটি সকলের ভালো লাগবে, সকলে আামদের গানটি শুনবেন। আমরা সবসময় সুস্থ গান উপহার দেওয়ার চেষ্টা করি এই গানটিও সেই ধাঁচের। আশা করি আমাদের এই গানটি দর্শক ভালো ভাবে গ্রহণ করবে। জয় হোক বাংলা গানের