
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টারের মা ছারা খাতুনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে প্রথম জানাজা সম্পন্ন হয়। স্থানীয় মাওলানা হাফেজ আশরাফ আলী জানাজার নামাজে ইমামতি করেন। পরে পার্শবর্তী ফরিদপুর উপজেলায় তার গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার ছেলে আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টার দ্বিতীয় জানাজার নামাজ আদায় করেন। জানাজায় আত্বীয় স্বজনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
মোঃ মেহেদী হাসান
ভাঙ্গুড়া , পাবনা