ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩

একনেকের অনুমোদিত বুড়ি তিস্তা নদী পুনঃ খননের উদ্বোধন

ডিমলা (নীলফামারী)সংবাদদাতা
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

ডিমলা (নীলফামারী)সংবাদদাতা

আগামী দিনের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রকল্পটি স্মার্ট প্রকল্প হবে। দুর-দুরান্তের মানুষ দেখতে আসবে।অনেক আনন্দ পাবে। রংপুরের লোক অন্য কোন পিকনিক স্পটে যাবেনা, বুড়ি তিস্তা নদী পুনঃ খনন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার

আজ ২৩ ফেব্রুয়ারী
একনেক সভায় অনুমোদনকৃত দেশের ৬৪টি জেলার অভ্যন্তরস্হ ছোট নদী,খাল এবং জলাশয় পুনঃ খননের অধীনে ক্যাড প্রকল্পের আওতায় ডিমলা বুড়ি তিস্তা নদী পুনঃ খননের দৈর্ঘ্য ৪.৫০কিমি ও প্রস্হ্য ২.৫০ ব্যারেজের সম্মুখ দিকে ৯ ফুট গভীরতায় প্রায় ৯০কোটি টাকা বরাদ্দ অনুমোদন করে সভায় ক্যাট প্রকল্পের আওতায় সর্বোচ্চ দরদাতা ষ্টান্ডার্ট ইন্জিনিয়ারিং কোম্পানি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডোমার-ডিমলা নীলফামারী -১আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, পাউবোর কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ স্হানীয় নেতৃবৃন্দ, গন্যমান্য লোকজন।