ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩

পুঠিয়ায় ভয়াবহ আগুনে নিমিষেই শেষ একটি বাড়ি

Link Copied!
                       

 

উপজেলা (পুঠিয়া) প্রতিনিধি মোঃ মিজানুর রহমান (কালু)

আজ ( ৩-মার্চ) ভোর তিনটার দিকে,মোঃ সুমন শেখ (৩৫) এর বাড়িতে এই আগুনের ঘটনাটি ঘটে,

সুমন শেখ বলেন,আজ ভোর তিনটার দিকে আমার বাড়ির এক কোণে থেকে আগুনের সূত্রপাত হয়,পরে ক্ষণিকের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে,সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দিই,ফায়ার সার্ভিস যতক্ষণে আসে ততক্ষনে আমার পুরো বাড়ি নিমেষেই পুড়ে শেষ হয়।

আমি মোটরসাইকেলের মেকার,আমার এই বাড়ীর সাথে লাগানো দোকান,দোকানে আমার নিজের একটি মোটরসাইকেল ছিল, এবং মানুষের চারটি মোটরসাইকেল ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে,ঘরে মালামাল ছিল ফ্রিজ টিভি থেকে শুরু করে আসবাবপত্র কিছুই বের করতে পারেনি,আমার এই দোকান দিয়ে সংসার চলত আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।

সুমনের পিতা,মোঃ মোরশেদ শেখ (৫৫) বলেন,আমার ১৩ থেকে ১৪ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে,আমি গরিব মানুষ আমার আর কিছুই রইল না আমি কিভাবে চলবো এখন,এক কথায় সে কান্নায় ভেঙ্গে পড়েন।