ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২

মেহেরপুরের, মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে জরিমান

মোঃজাব্বার হোসেন
ডিসেম্বর ১৪, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

মুজিবনগর, উপজেলা, প্রতিনিধিঃমোঃজাব্বার হোসেন

মেহেরপুরের মুজিবনগরে দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২হাজার জরিমানা প্রদান করেছে জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার(১৩ ডিসেম্বর) মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, মুজিবনগর উপজেলার শিবনগর গ্রামের গলাকাটা মোড় এলাকারর মেসার্স আয়ান স্টোর প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নিধারিত মূল্যের থেকে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা এবং মেসার্স আজমির ট্রেডার্স প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করাই ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।