ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিন ও আলোচনা সভা

মোঃ কামাল হোসেন খাঁন
ডিসেম্বর ১৪, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

   
                       

মোঃ কামাল হোসেন খাঁন-মেহেরপুর জেলাপ্রতিনিধিঃ

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পনের মধ্যে দিয়ে এই দিবসটি পালন করা হয়। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ। আলোচনা সভার আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরের গণকবরে শহীদ বৃদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমালে অর্পণ করা হয়।মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।পরে,শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।