ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২

শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন কলেজের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে “শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২” পালিত হয়েছে

দৈনিক প্রথম বাংলাদেশ
ডিসেম্বর ১৪, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলাধীন শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন মহাবিদ্যালয়ের আয়োজনে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচিতে ১৪ ডিসেম্বর-২০২২ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেলা ১১.৩০টায় মহাবিদ্যালয় হল রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জাহেদুর রহমান সরকার, সিনিয়র প্রভাষক আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, ছানোয়ার হোসেন, মোহাম্মদ আলী, প্রভাষক জামিদুল ইসলাম, শাহীনুর রহমান, আনিছার রহমান। এসময় সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। পরে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহিদ বুদ্ধিজীবিগণের স্মরণে কবিতা, সৃজনশীল লেখা ও চিত্রাঙ্কন কলেজের শেখ রাসেল দেয়ালিকায় প্রকাশ করা হয়।