ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২

মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

মোঃ কামাল হোসেন খাঁন
ডিসেম্বর ১৫, ২০২২ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস পলন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল এনাম বকুল।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ ওয়াসিম আলীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তানজিদ হোসেন,৭ নং ওয়ার্ডের সভাপতি মোঃ উজ্জ্বল আহমেদ, সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন,কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন,শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তানভির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা আহসান হাবিব জিলা প্রমুখ।

মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
০১৭৩৫৯১৮৯৪৫