
স্টাফ রিপোর্টার যশোর: বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দার তলায় মুন ভাটার সামনে মারাত্মক সড়ক দূঘটনায় নিহত দুই যুবক।
নিহতরা হলেন মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মোস্তাকের ছেলে শিহাব (১৮) ও মাছনার মুফতি ইসমাইলের ছেলে নাহিদ (২২) স্থানীয় সূত্রে জানা যায়,দ্রুতগামী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে দুর্ঘটনাটি ঘটে। মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।মণিরামপুর থানা পুলিশ এসে মরদেহ হসপিটাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মণিরামপুর থানায় নিয়ে যান।যশোর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানায়।