
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে চিহ্নিত চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয় ৬ টি চোরাইকৃত মোটরসাইকেল।বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ সংবাদ সম্মেলনে তার বক্তব্যে বলেন, রূপগঞ্জ উপজেলার সীমানা দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা বাইপাস ও পূর্বাচলের ৩শ ফুট সড়ক রয়েছে। এসব স্থানে বাইরের জেলার কিছু চিহ্নিত চোর চক্র বাইক চুরি করে নিয়ে যায় এমন অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করে রূপগঞ্জ থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গত বুধবার গোঁপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশর ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে একই থানার উপ পরিদর্শক( এসআই) ফয়সাল আহমেদ ও মনির হোসেনের একটি আভিযানিক দল পাশ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর এলাকা থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ৫জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। ইতোমধ্যে ধৃত দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে একজন প্রকৃত মালিক সীমান্তকে আদালতের মাধ্যমে বাইক বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে। অন্য বাইকগুলোর প্রকৃত মালিক পেলে তাদের এসব বুঝিয়ে দেয়া হবে। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর থানার শ্যামনগর গ্রামের ধনু গাজীর ছেলে জসিম(২৬), বাঞ্ছারামপুর থানার বাড়াইল গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে সমীর মিয়া(২৫), একই গ্রামের আবু সাইদের ছেলে তানভীর হোসেন, (২৫), কুমিল্লার মুরাদনগর থানার বাঘর ঘর গ্রামের রোকন মিয়ার ছেলে রুহুল আমীন(১৯) আব্দুল হকের ছেলে আব্দুর রহমান (১৯)।