
মিলন হোসেন, বিনোদন প্রতিবেদকঃ
ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘তোর ডাগর ডাগর আঁখি’। আকির হোসেনের কথা ও নাঈম তালুকদারের সুরে গানটিতে কন্ঠ দিয়েছে মোক্তার হোসেন। সংগীতায়োজন করেছেন জামিউল হাসান। ‘তোর ডাগর ডাাগর আঁখি’ গানটিতে খুব সুন্দর ভিডিও ধারন করা হয়েছে। গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন মাহিন ও কথা। এ পসঙ্গে সংগীত পরিচালক জামিউল হাসান বলেন, মোক্তার হোসেন একজন ভালো মানের কণ্ঠশিল্পী সে বরাবরই ভালো গাওয়ার চেস্টা করে, এবারো ভালো গেয়েছে গানটি খুবই ভালো হয়েছে। আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।
এ পসঙ্গে মোক্তার হোসেন বলেন, ‘আমি সচরাচর যে ধরনের গান করি এটি ঠিক সেরকম নয়। একেবারেই ভিন্ন রকম একটি গান। আর বহুদিন পর মিউজিক ভিডিওতেও দর্শক-শ্রোতারা আমাকে ভিন্নভাবে খুঁজে পাবেন। আমি আশাবাদী এই গানটি দর্শক-শ্রোতাদে হৃদয় ছুঁয়ে যাবে।’ প্রযোজক বি জে সুজন বলেছেন বুধবার (২৮ জুন ২০২৩) সন্ধ্যা ৭ টায় BJ MUSIC BD ইউটিউব চ্যানেল থেকে ‘তোর ডাগর ডাাগর আঁখি’ গানটি মুক্তি পেয়েছে।