ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২

যথাযোগ্য মর্যাদায় গঙ্গাচড়ায় বিজয় দিবস পালন

সানজিম মিয়া
ডিসেম্বর ১৬, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

   
                       

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভুখণ্ড রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার দিন। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। দিনটিকে স্মরণ করে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে।শুক্রবার উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, খেলাধূলা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ মাঠে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্টানে সালাম গ্রহণ করেন।

শিক্ষক শফিয়ার মোঃ স্বপনের সঞ্চালনায় সালাম গ্রহণ মঞ্চে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশননার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃআজিজুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, সমাজসেবা অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন,সমবায় অফিসার মোঃ আফতাবুজ্জামান চয়ন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো.মুনিমুল হক।উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম ,ইউ’পি চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম লেবু,উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমূখ। অনুষ্ঠানে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় উপস্থিত অতিথিবৃন্দ।