শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি:
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এসময় শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য সদস্যরা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী ও সাধারণ সম্পাদক আরমান হাসানের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন-দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি সানাউল্লাহ আল ফাহাদ, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউন এর সুবর্ন আসসাইফ, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক দৈনিক বাংলা এর মেহেরাবুল ইসলাম সৌদিপ ও অর্থ সম্পাদক এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা প্রকাশ এর মুজাহিদ বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য, এছাড়া জবি প্রেসক্লাবের সদস্য দৈনিক জনবাণী’র জবি সংবাদদাতা রিদুয়ান ইসলাম, দৈনিক সকালের সময় এর ইউসুব ওসমান, সাম্প্রতিক দেশকাল এর প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন, বর্তমান সময়ের রুদ্র শুভসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় সভাপতি মোস্তাকিম ফারুকী বলেন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছিলো আজ। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব শহীদদের প্রতি যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নিয়ে আসতে শহীদ হয়েছেন। সাধারণ সম্পাদক আরমান হাসান বলেন, প্রায় নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে আজকের এই দিনে বাংলার ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের সকল প্রান্ত। বাঙালির এই ত্যাগ কখনোই ভোলবার নয়।এর আগে সকাল ৮ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।