ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২

সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে

বেল্লাল হোসেন বাবু,
ডিসেম্বর ১৬, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!
                       

বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক :

সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬.৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে কোর্ট মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার ওসি মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য শরফরাজ নেওয়াজ বাবু, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সহ আরো অনেকে।