ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২

১৬ ডিসেম্বর উপলক্ষে কুবির হলে মেহেদী উৎসব

Siam Hossen
ডিসেম্বর ১৬, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

কুবি প্রতিনিধি:

১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী হলে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টা থেকে হলের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এই উৎসবের শুরু হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের হাতকে রাঙিয়ে দিচ্ছে মেহেদীর রঙে।

এ নিয়ে হলের আবাসিক শিক্ষার্থী শাম্মী আক্তার আঁখি বলেন, মেহেদী উৎসবের আয়োজন করায় আমরা খুবই আনন্দিত। সিনিয়র-জুনিয়র আমরা সবাই একে অপরের হাতকে রাঙিয়ে তুলছি মেহেদীর রঙে।

নওয়াব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী হল শাখার ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান জেরিন বলেন, আমাদের হলে সাধারণত প্রতিবছর ২৬ শে মার্চ প্রোগ্রাম হয়ে থাকে। কিন্তু গতবছর থেকে ১৬ই ডিসেম্বরেও আমরা প্রোগ্রামের আয়োজন করে আসছি এবং সাথে মেহেদী উৎসবের। আশা করছি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।

মেহেদী উৎসবের উদ্যোগ নেয়ার ব্যাপারে হল প্রভোস্ট জিল্লুর রহমান বলেন, বিজয় দিবস ২০২২ উপলক্ষে আমাদের হলে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি মেহেদী উৎসবেরও আয়োজন করা হয়েছে। আর মেহেদী উৎসব আয়োজন করার প্রধান কারণ হচ্ছে হলে অবস্থানরত প্রতিটি শিক্ষার্থীর মধ্যকার আন্তঃব্যক্তিক সম্পর্কের উন্নয়ন ঘটানো।