ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং

দৈনিক প্রথম বাংলাদেশ
ডিসেম্বর ১৭, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নিজস্ব প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে রংপুরের অন্যতম রক্তদাতাদের সংগঠন ❝ব্লাড ফর রংপুর❞
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাই বালার ঘাট মাষ্টার পাড়া, হারাগাছ মেট্রোপলিটন রংপুরে চলে ক্যাম্পেইন। এসময় তিন-শতাধিক সকল পেশার মানুষদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ও সাধারণের মাঝে রক্তদানের উপকারিতা তুলে ধরে রক্তদানে উদ্বুদ্ধ করেন সংগঠনের কর্মীরা।

উদ্বোধক প্রভাষক আব্দুল খালেক বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ সোনার বাংলা পেয়েছি। আমাদের দায়িত্ব তাদের পদাঙ্ক অনুসরণ করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আর এক্ষেত্রে আমাদের অন্যান্য ধারাবাহিক সামাজিক কাজগুলোর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানসহ মানবতার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। ক্যাম্পেইন পরিদর্শন করেন, সিনিয়র মডারেটর মেহেদী হাসান মোস্তাকীম, মডারেটর জুনায়েদ আহমেদ, মডারেটর এ আর পলাশ,মডারেটর সাবিহা শিন প্রমুখ।