ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২

ঠাকুরগাঁওয়ে “১৬ আনা” মেগা শোরুমের উদ্বোধন করলে অভিনেতা পলাশ

সাইমন হোসেন
ডিসেম্বর ১৭, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!
                       

সাইমন হোসেন, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ে “১৬ আনা” নামে মেগা শোরুমের উদ্বোধন করলেন ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে পৌর শহরের আর্টগ্যালারী মোড় (কলেজ রোড) সংলগ্ন স্থানে এই মেগা শোরুম ১৬ আনার উদ্বোধন করা হয়। অভিনেতা পলাশ জানান, ঠাকুরগাঁওয়ে আমার প্রথমবারের মত আসা, ঠাকুরগাঁওয়ের মানুষ অনেক সুন্দর করে আমাকে গ্রহণ করেছেন। এটি আসলে আমার জন্য অনেক বেশি গর্বের। ঠাকুরগাঁওয়ে আসতে পেরে বেশ ভালো লাগছে। বিয়ে করেছেন অভিনেতা পলাশ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে হয়েছে খুব বেশিদিন হয়নি।বিয়ের অনুভূতিটা আর এখানে এসে অনুভূতি সত্যি অসাধারণ। ব্যাচেলার পয়েন্টের মত বিবাহিত পয়েন্ট আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবন একেবারে আলাদা। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। দেখা যাক পরবর্তীতে কি করা যায়। তবে সকলে পাশে থাকলেই সম্ভব।

১৬ আনা মেগা শোরুমের স্বত্বাধিকারী লিফাত রহমান বলেন, এই প্রথম আমরাই ঠাকুরগাঁও শহরে মেগা শোরুমের যাত্রা শুরু করলাম। আজকে পলাশ ভাই এসে আমাদের ধন্য করেছেন। আশা করছি আমাদের সব শোরুমের উদ্বোধনে তিনি থাকবেন। কি কি থাকছে ১৬ আনাতে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নবজাতক থেকে শুরু করে ছোট ছেলে-মেয়ে, নারী-পুরুষের সব ধরণের পোশাক এখানে পাচ্ছেন। এসময় তিনি সকলকে ১৬ আনায় এসে কেনাকাটা করার আমন্ত্রণ জানান।