ঢাকারবিবার , ১৮ ডিসেম্বর ২০২২

অসহায় কৃষকের ধান কেটে দিলো শ্রীপুর উপজেলা ছাত্রলীগ

চঞ্চল খান
ডিসেম্বর ১৮, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

বিশেষ প্রতিনিধি গাজীপুরঃ

পাঁকা ধান ক্ষেতের মধ্যে ঝড়ে ঝড়ে পড়ছে কিন্তু টাকার অভাবে ধান কাটতে পারছেনা বর্গা চাষী শাহাবুদ্দিন,এমন তথ্য শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কাছে পৌঁছালে তারা নিজরাই ধান কাটার ব্যবস্থা করেন।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন বৈরাগবাড়ী গ্রামের চাষী শাহাবুদ্দিনের ধান কেটে দেয় শ্রীপুর উপজেলা ছাত্রলীগ ।
রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাহবুবের নেতৃত্বে পর দশ শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষক শাহাবুদ্দিনের তিন কাঠা জমির ধান কেটে ঘরে তুলে দেন।
এ সময় শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাহবুব হাসান জানান ,আমরা শ্রীপুর উপজেলা ছাত্রলীগ করোনা কালীন সময়েও মানুষের জন্য কাজ করেছি,এবারও যখন ধান কাটার সিজন প্রায় শেষ তবুও টাকার অভাবে ধান ক্ষেত কাটতে পারছে না অসহায় বর্গা চাষি, কৃষক, তাই গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি’র পক্ষ থেকে ঐ কৃষকের ধান ক্ষেত কেটে ধান ঘরে তুলে দিলাম।

আরও জানান, আমরা কথা দিয়েছিলাম শুধু করোনা কালীন সময়ে নয় যে কোন মহূর্তে অসহায় কৃষকের পাশে থাকবো ইনশাআল্লাহ!
অসহায় কৃষক শাহাবুদ্দিন জানান, টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না কিন্তু আজ ছাত্রলীগের ছেলেরা আমার ধান কেটে দিয়েছে, দোয়া করি আল্লাহ তাদের ভালো করবেন।