সানজিম মিয়া – গঙ্গাচড়া প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সাথে উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব,সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণের পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রাবিয়া খাতুন, উপজেলা সহকারী কমিশননার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.মোঃ আসিফ ফেরদৌস ,বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, গঙ্গাচড়া মডেল থানার অফিসার (তদন্ত) মোঃ মমতাজুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস,সমাজসেবা অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন,সমবায় অফিসার মোঃ আফতাবুজ্জামান চয়ন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো.মুনিমুল হক,উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম ,ইউ’পি চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম লেবু, মোকাররম হোসেন সুজন, শহীদ দ্বীপ চৌধুরী,আসরাফ আলী , লেয়াকত আলী, আবদুল্লাহ আল হাদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ,সাংবাদিক মোঃআব্দুল মজিদ,আব্দুল আলীম প্রামানিক,শ্রী কমল রায়,মাহামুদুন্নবী রিয়াদ প্রমূখ। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। নবাগত নাহিদ তামান্না উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সকলের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। এসময় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা বিভিন্ন সমস্যা যেমন কিশোরগ্যাং, বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক নির্মূল,ভেজাল খাদ্য রোদ,দ্রব্যমূল্যের উর্ধগতি সহ সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দেন।