ঢাকাশনিবার , ২৬ নভেম্বর ২০২২

বাগাতিপাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিশাতুর রহমান জিম
নভেম্বর ২৬, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নিশাতুর রহমান জিম- বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় হাফিজা বেগম নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে উপজেলার তালতলা পশ্চিমপাড়া এলাকায় বাড়ির খড়ির ঘরে গলায় ফাঁস দেয় সে। ৫০ বছর বয়সী হাফিজা ওই এলাকার আনজের আলী মন্ডলের স্ত্রী। ডাকাডাকি করে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় মাকে দেখতে পায় মেয়ে সাবিনা। পরে স্থানীয় ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা.আরশেদ আলী তাকে মৃত ঘোষনা করে। পরিবারের দাবি নিহত হাফিজা মানুষিক রোগী, ইতিপূর্বে সে আত্মহত্যার চেস্টা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন বলে ,নিশ্চিত করেন বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম।