ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩

টাইফয়েডে চোখ হারানো রবিনের কন্ঠে আসছে ” দুই চোখের আলো”

মিলন হোসেন
আগস্ট ৯, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!
                       

মিলন হোসেন, বিনোদন প্রতিবেদকঃ .

এম ডি তাইজুল ইসলাম শাওন এর প্রযোজনায়, একটি ‘কার্জন রয়’ প্রজেক্টের আয়োজনে জনপ্রিয় মিউজিক্যাল চ্যানেল এ এস সিরিজ এর ব্যানারে আসছে রবিন এর নিজের গাওয়া গান প্রথম গান দুই চোখের আলো। রবিন মুলত জন্মের ২বছর পরে থেকে টাইফয়েডে আক্রান্ত হয়ে অন্ধ,মানুষের মুখে মুখে শুনে গান শিখা গাওয়া তার,আশাকরি রবিনের প্রথম গান সবার ভালো লাগার কারণ হবে। রবিনের কথায়,প্রচলিত সুরে গান টিতে সংগীত আয়োজন করেছেন জামিউল হাসান।

এক সাক্ষাৎকারে গানটির আয়োজক এম ডি তাইজুল ইসলাম শাওন জানান, আমাদের এই ভিডিও গানটি রবিনের কন্ঠে অসাধারন হছেন। ব্যক্তিগতভাবে “গানটি রিলিজ হওয়ার আগে থেকেই আমার পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। আমি আশাবাদী গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে শিল্পী রবিন জানান যে গানটি কন্ঠে তুলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশাকরি এই গানটিতে দর্শকদের ভালোবাসা পাবো।বিশেষ সহযোগিতা করেছেন আসিফ জয়। গান টা প্রডিউস করেছেন এম ডি তাইজুল ইসলাম শাওন।